মোক্ষ পানে লক্ষ্য অটল,
      ভাবনাও যার সূক্ষ্ণ -
সংসারের এই আবর্তে তার
      সইতে হবে দুঃখ।
আদর্শকে আঁকড়ে ধ'রে
      কেউ প'ড়ে নেই আর তো।
যখন তখন বদলে নীতি
      সবাই দ্যাখে স্বার্থ।
কোথাও লাভের গন্ধ পেলেই
      অমনি লোভে ছুটছে।
একটু ক্ষতির শঙ্কাতেই
      মস্ত ক্ষেপে উঠছে।
অসুবিধা কার কী নিয়ে,
      কোনখানে কার কষ্ট
সে সব ভেবে কে আর করে
      বৃথাই সময় নষ্ট?
তাই তো যদি কেউ হতে চায়
      প্রেমিক বা সৎ ভক্ত
সত্যি, হালে জীবন বোধের
      হাল ধরাটাই শক্ত।
যার জীবনের ন্যায় নীতি বোধ
      ভাবনা যত সূক্ষ্ণ
দুঃখ করা চলবে না তার
      সইতে হাজার দুঃখ।
          ------------