নবীন কবি, পথটি চলার
      হারাও কেন ভিড়ে !
কাব্য যদি ভালোই বাসো
      ছন্দে এসো ফিরে।
শঙ্কা দ্বিধা জাগতে পারে
      লাগতে পারে ধাঁধা,
ছন্দ রথে ছুটতে গিয়ে
      আসতে পারে বাধা।
বলতে পারে বিজ্ঞরা কেউ
      কাব্য তোমার দেখে -
দেখছি এ তো খুব সেকেলে,
      ছন্দে মিলে লেখে।
ও সব কথায় কান না দিয়ে
      ছন্দ শোনো কানে,
ছন্দ উঠুক চলায় বলায়
      ছন্দ বাজুক প্রাণে।
কেমনটি চাই ! যতই চলুক
      দ্বন্দ্ব সে সব নিয়ে -
কাব্য কি আর ব্যঞ্জনা পায়
      ছন্দকে বাদ দিয়ে?
ছন্দ দিয়েই মাত করেছেন
      নজরুল এবং রবি।
অন্নদা বা সত্যেনও সেই
      ছন্দেরই তো কবি।
সুকুমারে মন মজেনি
      এমন ক'জন আছে !
সুকান্ত বা শক্তিকেও
      মিলবে হাতের কাছে।
ছন্দকেই সঙ্গী ক'রে
      নামল সবাই পথে।  
ছন্দ ছিল, ছন্দ আছে,
      থাকবে ভবিষ্যতে।
লিখছে যারা ছন্দ বিহীন
      হোক আধুনিক তারা
পথের হাজার পাঠক তাতে
      দিচ্ছে কোথায় সাড়া !
কবিরা হোক যতই গুণী
      জ্ঞানের অহং নিয়ে
কোথায় যাবে এই সাধারণ
      পাঠককে বাদ দিয়ে !
পাঠকরা যে ডুব দিতে চায়
      ছন্দ-সুধার নীরে।
নবীন কবি, তাই  মিলে আর
      ছন্দে এসো ফিরে।
        --------