(ছন্দ পাগল কবির প্রলাপে কবি বন্ধুরা যেন
রেগে যাবেন না। Take it sportingly.)


মিল খুঁজে পেতে হিমসিম খাওয়া,
          ছন্দ মেলাতে কষ্ট !
তবু কত জনে কবি হতে চেয়ে
          করে বৃথা কাল নষ্ট।
মনে ভাব জেগে লেখনীতে হলে
          খাঁটি কবিতার সৃষ্টি
মিল সে তো আসে মেঘ হয়ে ভেসে,
          ছন্দের ঝরে বৃষ্টি।
কে বলে সে মিল হয়েছে সেকেলে,
          ছন্দ হয়েছে ব্রাত্য !
কবিরা কি মিল ছন্দের খোঁজে
          কারো কাছে হাত পাতত?
সৃষ্টি সুখের উল্লাসে মেতে
          কবিদের মহানন্দ,
সে-ই তো প্রকৃত গুণী কবি যার
          সহজাত মিল ছন্দ।
ছন্দকে যারা এড়িয়েই চলে,
          মিল খুঁজে যারা ক্লান্ত
তাদের লেখনী       চির সুধাময়ী
          কবিতাকে করে ম্লান তো।
পাঠকেরা তাই কবিতা বিমুখ
          খোঁজে গান, খোঁজে গল্প।
কবিতার প্রেমে ম'জে থাকা মনে
          এ ব্যথা তো নয় অল্প।
      ---------------