শুধাই প্রিয় বান্ধবী
চলছে তো সই, ঠিক সবই?
পথের মাঝে এই একা
অনেক দিনের পর দেখা।
স্বচ্ছ শোভন এই সাজে
যাচ্ছ কোথায় কোন্ কাজে?
এদিক ওদিক দেখছ কী
সত্যি খুবই ব্যস্ত কি?
শঙ্কা দ্বিধায় মন দোলে !
হেসেই মৃদু যাই চ'লে।
না-ই যদি চাও, থাক কথা
ভঙ্গ না হোক স্নিগ্ধতা।
বদলেছে স্থান কাল সবই
আজও কি নও বান্ধবী?
---------