মিঠে মিল দিয়ে ছন্দে কবিতা
         যতই লিখি-না ভালো
খুশিতে হালের পাঠকের মুখে
         সহসা ফোটে না আলো।
মিল ছন্দ কি হয়েছে সেকেলে
          একালের দাবি মেনে !
সে কথা না বুঝে স্বভাবেই আনি
          ছন্দ বা মিল টেনে।
হয়তো একালে     কবিতায় চাই
          একেবারে আনকোরা
পাঠক হৃদয় ভেদ করে দেওয়া
          শব্দের তীর ছোড়া।
কানে নয়, যাতে মনে ওঠে ঝড়
          তীব্র আঘাত লেগে
সেই লক্ষ্যেই জিদ ধ'রে যেন
          লিখিয়েরা ওঠে জেগে।
আমি সেই ছকে মেলাতে পারিনি
          সৃজিত কবিতা ধারা।
তবু কেউ কেউ কখনো বা সেই
          ছন্দে দিয়েছে সাড়া।
না পেলেও  শত তারিফের ছোঁয়া,
          হয়তো কখনো ভুলে -
ছন্দ বিলাসী আমাতে মজেছে
          অজিতেশ, বোদরুলে।
নেই কোনো খেদ, কালের এই স্রোতে
          যায় যদি যাক ভেসে
বোদ্ধা পাঠক পাঠিকার দলে
          রেনেসাঁ বা অজিতেশে।
         --------------