ডুব দে রে মন ভাব সাগরে।
সেথায়
কতই দামী মুক্ত মণি
সোনার খনি রইল প'ড়ে।
খোঁজ পেতে তার সে-ই তো পারে
যে জন পটু ডুব সাঁতারে,
তরঙ্গ ভয় ডরায় যারে
স্বাদ পাবে সে কেমন ক'রে !
ডুব দে রে মন ভাব সাগরে।
কেউ বা ভাবে পৌঁছোতে হয়
হয়তো সেথায় অনেক ঘুরে,
পথ পেরিয়ে অনেক গিয়ে
তার ঠিকানা বেজায় দূরে।
সে-ই তো যেতে পায় সেখানে
যে জন মনের হদিস জানে,
ডুব দিয়ে যে রয় ধেয়ানে
নিজের ভিতর প্রহর ধ'রে।
ডুব দে রে মন ভাব সাগরে।
------------