মিছে অহমিকা, ধনের গর্ব,
মিছে এই বড়লোকি।
এসবের মোহে অন্ধ জীবেরা
খুলতে জানে না চোখই।
অনিত্য ধন নিয়ে সারাক্ষণ
জীবন কাটিয়ে দিলে
সৃষ্টির বুকে কখনো কি কোনো
মহা ধন যাবে মিলে?
কারো কারো চোখে সোনা দানা মণি
তা-ই সব চেয়ে দামী।
স্বার্থপরের মতো সে কেবল
করে শুধু আমি আমি।
ভাবে না কখনো আমি কতটুকু
মহা সৃষ্টির মাঝে !
যেখানে নিয়ত সুগভীর রবে
অনাহত ধ্বনি বাজে।
আপন ক্ষুদ্র কামনা বাসনা
যেখানে তুচ্ছ লাগে।
যেখানে দাঁড়ালে মহা বিস্ময়ে
নম্র বিনয় জাগে।
তখনই জীবন খুঁজে পায় ধন
সত্যিই মহা দামী,
সৃষ্টির স্রোতে তুচ্ছ তখন
এই তুমি এই আমি।
     ---------