ছন্দ-বাণীতে
    গেঁথে পাঠালাম
শুভ বিজয়ার
    প্রীতি ও প্রণাম।
পাঠিয়ে দিলাম
    সাথে সাথে তার
স্মৃতি-সুধা মাখা
    স্পর্শ আমার।
যেথা আছে যত
    প্রিয় কবিগণ
শান্তি ও সুখে
    ভ'রে যাক মন।
       -------