শিলং এসে কবিগুরুর
কাব্য-কথা কত
ঝরেছে রূপ রস ছড়িয়ে
ঝরনা ধারার মতো।
শিলং পাহাড় অরূপ রূপের
শোভায় বারেবারে
মন ভোলানো হাতছানিতে
ডাক দিয়েছে তারে।
পথের টানে সেই শিলং-এ
আজকে দিয়ে পাড়ি
এই প্রকৃতির রূপের শোভা
দেখছি রকমারি।
শান্ত উদার প্রকৃতি তার
রূপের ডালি ঢেলে
পাহাড়, নদী, ঝরনা হয়ে
আঁচল দিলো মেলে।
কোন্ সে কালে এই পাহাড়ে
রঙিন কবির চোখে
দেখেছিল পথের বাঁকে
অমিত লাবণ্যকে।
মেতেছিল কাব্যময় এক
মোহন কল্পনাতে
শেষ হল শেষ পর্বটি যার
শেষের কবিতাতে।
------------