ছোট্ট ব'লেই শিশুর মনে
      বিচিত্র সব বায়না।
একটা কোনো খেলায় মেতে  
      থাকতে সে তো  চায় না।
এই তো ছিল মায়ের কোলে,
      লাগছিল বেশ মিষ্টি।
তিড়িং ক'রে ছুট লাগিয়ে
      কাড়ল সবার দৃষ্টি।
খিলখিলিয়ে হাসছিল বেশ
       দু চোখ যেন পান্না।
কারণ ছাড়াই বিগড়ে গিয়ে
       জুড়ল হঠাৎ কান্না।
সবাই তখন ডাকছে সোনা,
       করছে আদর কত্ত।
ভ্রুক্ষেপই নেই, পাগল খোকা
      হাত পা ছোড়ায় মত্ত।
ক্ষণিক বাদেই চাইছে পুতুল,
      চাইছে গাড়ি খেলতে।
চাইছে খোকা কোন্ সুদূরে
       খুশির ডানা মেলতে।
হঠাৎ যেন দূরের কোনো
       বন্ধুকে সে খুঁজছে।
নিজের মনের বিচিত্র ভাব
      নিজেই শুধু বুঝছে।
কখন খোকার কেমন খেয়াল
       বাবা মা তার ভাবছে।
অবুঝ, নাকি সব বোঝে সে
        সেটাই সবাই মাপছে।
         -------------