ষষ্ঠীতে মার বোধন নাকি,
      তবে কেমন ক'রে -
পঞ্চমীতেই দেখতে ঠাকুর
      লক্ষ লোকে ঘোরে !
চতুর্থীতে পঞ্চমীতে
      থাকবে ভীষণ তাড়া,
মন্ডপে আর মঞ্চে রঙিন
      সজ্জা হবে সারা।
মুখটি মায়ের থাকবে ঢাকা
      এমনটাই রীতি।
দেখা যাবে ষষ্ঠীতে মুখ
      আসলে শুভ তিথি।
ক'রে ছিলেন অকাল বোধন
      রাম তো প্রয়োজনে,
হুট ক'রে তা ভিআইপি-দের
      যেই পড়েছে মনে -
ভাবছে বোধহয় ভাঙতে রীতি
      কম কিসে যায় তারা !
চতুর্থীতেই তাই কি মায়ের
      অকাল বোধন সারা?
    -----------------