যত যে বাতেলাবাজ
ইদানিং তারই রাজ।
কে বা লেখে পড়ে !
      কে বা খেটে মরে?
বোকারাই করে কাজ।

পড়েছে যা দিন    কাল
বুঝে শুনে ফ্যালো তাল।
যেখানে দাঁড়াবে
      যার কাছে যাবে
সকলেই মারে চাল।

যত ভালো তুমি হও
সিধেসাদা যদি রও
একালের সাথে
      পায়ে পা মেলাতে
যোগ্যই তুমি নও।

চোখা চোখা বুলি আর
যত দেখনাই যার -
জেনে রেখো হালে
      আধুনিক কালে
চলতি কেবলই তার।

ভালো হও ক্ষতি নেই,
ভালো থাকো মনেতেই।
নিতে হলে জিতে
      থাকো চালাকিতে,
একালের রীতি এই।
--------------