বলি প্রভু করজোড়ে -
মথার উপরে ছাউনি দিয়েছ গ'ড়ে,
নিশিথে শোবার নরম কোমল
                            শয্যা দিয়েছ ক'রে।

আহার জোগালে খেতে,
জোটালে দু'পায়ে জুতো-জোড়া পথে যেতে।
প্রভু হে তোমার প্রেমের ছোঁয়াটি
                            সবখানে থাকি পেতে।          
                                                                        
যদি গো মনের ভুলে
কখনো এ মন সংশয়ে ওঠে দুলে,
ক্ষমা ক'রে দিও, করুণায় মাখা
                           ও হাত নিও না তুলে।

এ আশাতে আছি চেয়ে -
নিত্য কাটাব তোমারই মহিমা গেয়ে,
তুচ্ছ জীবনে প্রভু হে তোমার
                            অকৃপণ ধারা পেয়ে।
               -------------------