আছে কি গো একটু সময়,
          সময় দেবার মতো
ভাব সাগরে ঢেউ দিয়ে যায়
          কথা আমার যত।
নিত্য আমায় ব্যাকুল রাখে,
          সে সব কথা শোনাই কাকে !
ডাকব কখন একটি ফাঁকে,
          ব্যস্ত সবাই কত।
কার বা আছে একটু সময়
          সময় দেবার মতো।

যে সব কথা যে ভাবগুলি
          আমায় ভাবুক করে
তারা মনের বনের ছায়ে
           ছন্দ হয়ে ঝরে।
যে রূপ রসে বিভোর আমি
           একটুও তা নয় কি দামী !
যতই কবি হই অনামী,
           একটুকু অন্তত -
সময় যদি চাই বলো গো,
            খুব কি  অসঙ্গত !
            -------------