আজ শরতের এই সকালে
মাতল ভুবন খুশির তালে,
স্নিগ্ধ হাওয়া লাগল পালে, লাগল।
ভক্তি ভাবের নতুন ভাষা
আপনি করে যাওয়া আসা,
আসছে মা তাই স্বপ্ন আশা জাগল।
সকাল সাঁঝে মনের মাঝে
আগমনীর সুরটি বাজে
আর কি এ মন বসতে কাজে চায় রে !
সাজব এবার নতুন বেশে,
কাশের রাশি উঠল হেসে
মেঘের ভেলা ঐ যে ভেসে যায় রে।
দুর্গা বলেন আসি আসি,
শুনছে সবাই ছুটির বাঁশী
গরিব ধনী শ্রমিক চাষি হাসছে।
মহালয়ার রাত পোহালে
বুঝব মধুর ঢাকের তালে
মহামায়া মর্ত্যে নেমে আসছে।
----------