না ভেবেই আগুপিছু
     কথা কিছু মিলাব।
যে কথারা মানে ছাড়া
     তারই ছড়া বিলাব।
চোখ বুজে খুঁজে খুঁজে
     মিল যত যেখানে
ধ'রে ধ'রে জড়ো ক'রে
     সাজাব যে এখানে।
দামী কথা, গভীরতা
     চাই না তো শেখাতে,
মুখে ঘোরা শব্দরা
     ঠাঁই পাবে লেখাতে।
গজা খাজা ছোলা ভাজা
     রানী রাজা সকলে
এলো সেধে দল বেঁধে
     আসলে বা নকলে।
যত কালো, যত আলো
     যত ভালো, সকলই -
একালের তালে প'ড়ে
     আসলে তো নকলই।
লেখে যারা, এ কি ধারা !
     কবিতা কি আসলে?
ক্ষতিটা কী !  দিয়ে ফাঁকি
     ছন্দের চাষ হলে।
     --------------