ভাবুক আমি, আনন্দে তাই যখন কলম ধরি
পাঠকরাও একটু ভালোবাসবে আশা করি।
নিপুণ ভেবে না-ই বা রাখুক আমায় মাথায় ক'রে
যা লিখে যাই পড়ুক তবু একটু মেলে ধ'রে।
কত কাজেই সময় কত খরচা করে তারা
খুব কি ক্ষতি আমার ডাকে একটু দিলে সাড়া !
না-ই বা থাকুক স্বার্থ লাভের মস্ত সুযোগ তাতে
একটুখানি মন তো দুলে উঠতে পারে প্রাতে।
ভোরবেলা এই লেখার সাথে ফুটলে ভোরের আলো
হয়তো কারো বিষন্ন মন একটু হবে ভালো।
তুচ্ছ লেখার ছন্দ দোলায় একটুখানি দুলে
মনের কোণের কষ্ট খানিক কেউ যদি রয় ভুলে
তাতেই খুশি, ধন্য তাতেই আমার লিখে চলা
বন্ধুরা সব, তাই তো আমার ছন্দে কথা বলা।
--------------------