আশ্বিনে আজ খুশির তালে
          ঢাকের কাঠি পড়ল।
এই প্রকৃতির প্রাঙ্গণে কোন্
          রঙিন খুশি ঝরল।
বাদল এবার বিদায় নিল
          মিষ্টি শরৎ আসলো।
আকাশ জুড়ে বাতাস জুড়ে
          খুশির ভেলা ভাসল।
ঝিলের ধারে নদীর পাড়ে
          কাশের সারি দুলছে।
গাঁয়ের চাষি ধানের গোলায়
          সোনার ফসল তুলছে।
গরিব ধনী দীন দুখীও
          নবীন বেশে সাজল।
যার যেথা কাজ থাক প'ড়ে আজ
          ছুটির বাঁশী বাজল।
সবাই বিরাগ বিভেদ ভুলে
         মায়ের আশিস যাচবে।
বাচ্চা বুড়ো প্রত্যেকেই
          ঢাকের তালে নাচবে।
              -----------------