হয়তো আমার যাচ্ছে বয়স বেড়ে
তাই ব'লে কি সখ দেব সব ছেড়ে?
না হয় কিছু চুল পেকেছে
দূরেও নয় কেউ রেখেছে,
তাই ব'লে কি অমনি যাব হেরে !
বাড়ছে বয়স ! গেলই না হয় বেড়ে।
সতেজ তো আর নই যুবকের মতো
তাই ভেবে কি হই মিছে বিব্রত !
সতেজতা প্রফুল্লতা
অনেকটাই মনের কথা,
অল্প দিনেই বুড়িয়ে গেছে কত !
মন যে আমার আজও যুবার মতো।
বাকি আছে আজও জীবনখানা,
চাই পেতে তার রস যে ষোলো আনা।
বয়স আমার হোক-না যতই
তার ভারেতে নই, নত নই,
আজো আমার অনেক বাকি জানা।
জীবনকে চাই মেলতে ষোলো আনা।
যেই কটি দিন রইল আজও বাকি
এক দিনও তার না যেন হয় ফাঁকি।
তাই তো বেড়াই, তাই তো ছুটি
ছন্দ খেলায় তাই তো জুটি,
তরুণদেরই তাই তো কাছে ডাকি।
মনের রঙে বয়সকে দিই ফাঁকি।
------------