কবির হৃদয় একটু অভিমানী,
হয়তো তাতে লাভ কিছু নেই জানি।
হঠাৎ তাকে কেউ কখনো
বললে বাঁকা বাক্য কোনো
রাগের মাথায় সে কক্ষনো
শোনায় না হায় তপ্ত বিরূপ বাণী।
কারণ কবি একটু অভিমানী।

অল্পতে তার মন হয়ে যায় ভালো,
একটুতেই তৃপ্তি, খুশির আলো।
ছন্দ যা তার লেখনীতে
দুই কলি তার শুনিয়ে দিতে
কাউকে পেলে আচম্বিতে
এক নিমেষে যায় ঝ'রে সব কালো।
অল্পতে তার মন হয়ে যায় ভালো

কিন্তু যদি কখনো কৌশলে
চতুর সেজে, কিম্বা কথার ছলে
কেউ তাকে দেয় হঠাৎ ধোঁকা
ভেবে নিছক সরল বোকা -
অন্তরে তার সেই যে ঠোকা
দীর্ঘ প্রহর আঘাত ক'রে চলে।
ঠকায় তাকে কেউ যদি কৌশলে।

কবি তো নয় অন্য সবার মতো,
নিত্য বিভোর ভাবনাতে তার যত।
কবির নিজের সেই জগতে
চাইলে কেহ সঙ্গী হতে
হাত ধ'রে তার ভাবের স্রোতে
ভাসতে কবি হয় যে খুশি কত !
কবি তো নয় অন্য সবার মতো।

কিন্তু কবি বড্ড অভিমানী,
তাকে নিয়ে করলে টানাটানি
বোধ করে সে বিব্রত খুব
তখন কবি মুখ বুঁজে চুপ,
স্বার্থ এবং লোভের স্বরূপ
স্তব্ধ ক'রে দেয় যত তার বাণী।
কবি যে হায় বড্ড অভিমানী।
         --------------