যারা ভালোবাসে
   আমার লেখনী
      আমার কাব্য-কথা
সে সব দরদী
   পাঠকের প্রতি
      রইল কৃতজ্ঞতা।
জানি আমি নই      
   তত জ্ঞানী জন
      তত গুণী মানী কবি,
ছন্দ তুলিতে
   হয়তো কখনো
      ফোটাই কোনো বা ছবি।
অপটু হাতের
   সে লেখায় তবু
      রস খুঁজে পায় যারা
হৃদয়ে যাদের
   দোলা দিয়ে যায়
      আমার ছন্দ ধারা
তারা যে রসিক
   তারা যে উদার,
      তাই তো আমাকে ডাকে।
লিখি টুকিটাকি
   যতটুকু তাকে
      ভালোবেসে মনে রাখে।
তাই লেখনীতে
   উৎসাহ জাগে,
      হৃদয়ে প্রসন্নতা।
নন্দিত রবে
   ছন্দিত করি
      নম্র কৃতজ্ঞতা।
         ------