বাংলার রূপে এমনই বদল-
দেখলে যা লাগে ভীতি,
কাজ ছেড়ে আজ এই বাংলাতে
পদে পদে রাজনীতি।
অফিসেই যাও, খেলাতেই যাও
সারাদিন সারা বেলা
রাজনীতি আর পার্টিবাজি নিয়ে
চলছে নিপুণ খেলা।
নেতাদের দিকে আঙুল দেখিয়ে
বললেই কোনো কিছু
অনায়াসে আজ হয়ে যেতে পারে
ধড় থেকে মাথা নিচু।
বদলের নামে এমনই বদল
চেয়েছি কি তুমি আমি?
তুচ্ছ জনতা যতই যা চাক
নেই তার কোনো দামই!
------------