(নতুন বন্ধুদের জন্য একটি পুরোনো লিখন )

আছে বহু নারী , কাউকে তো আমি দেখি না তোমার মতো,
হতেই পারে না, অন্য যে কেউ আমার প্রেয়সী হ’ত।
আমার সাধনা, বাসনা বেদনা, প্রকাশের ব্যকুলতা
তোমার মাঝেই মূর্তি ধ’রে তা পেয়েছে ধ্বনি ও কথা।
যত দিন আমি দেখিনি তোমায়, পাইনি তোমাকে খুঁজে
ততদিন ঝোড়ো অস্থিরতায় নিজেকে উঠিনি বুঝে।
অন্য নারীরা নজরে প’ড়েও নিমেষেই গেছে স’রে
মনে হ’ত, এ যে নয় সে তো নয়, যে আমার অন্তরে।
নবযৌবনে মিলন পিয়াসি মন নিয়ে ঘুরে ঘুরে
কত যে খুঁজেছি পথে প্রান্তরে, খুঁজেছি কাছে ও দূরে।
অবশেষে এল সেই মহাদিন, সেই শুভক্ষণ সখী
হল দুজনার মুখোমুখি দেখা, হয়ে গেল চোখাচোখি।
সেই দৃষ্টিতে যা পেয়েছি খুঁজে, সেই পাওয়া কত দামী -
কেউ তা জানে না, সেই কথা শুধু তুমি জানো, জানি আমি।
সেই থেকে হল শুরু আমাদের গমন সপ্তপদী,
পায়ে পা মিলিয়ে এই পথ চলা আজীবন নিরবধি।
             -----------------