কখনো কখনো ভুল ক'রে ভাবি
       ভালো নেই, আমি ভালো নেই।
আলসেমি ক'রে দু'চোখ না খুলে
       মনে হয় যেন আলো নেই।
ডুবে যেতে যেতে সে আঁধারে শেষে
       হাত দু'টি যেই মেলে দিই
নিজের হৃদয়ে শক্তি জাগিয়ে
       যত বাধা দূরে ঠেলে দিই -
অমনি আলোর স্নিগ্ধ পরশে
       দলগুলি যেন খুলে যায়,
খুশির ছোঁয়াতে নিজে থেকে পাওয়া
       সব ব্যথা মন ভুলে যায়।
        -------------