তোমার সাথে হারাই রাতে
আমি যদি স্বপ্ন লোকে
তুমিও দোলো, ভাবনা ভোলো,
সত্যি হোক আর মিথ্যে হোক এ।
দিনের বেলা কতই খেলা
খেলছ তুমি, খেলছি আমি,
সেই খেলাতে নেই কি ফাঁকি !
সেটাই সঠিক, সেটাই দামী?
কোন খেলাটি সত্যি খাঁটি
কোন্‌টা আসল, কোন্‌টা মেকি
দিনের আলো, রাতের কালো
কোন্‌টা ভালো, ভেবেই দেখি।
রাত আছে তাই দিনটাকে চাই,
রাতকে ভাবি মস্ত ধাঁধা।
ঘুমপাড়ানি রাতেই জানি
মন ভুলে যায় দ্বন্দ্ব বাধা।
মন্দ ভালোয় দ্বন্দ্ব আলোয়
চোখ মেলে সব দেখতে চেয়ে।
রাত্রি এলে তৃপ্তি মেলে
তোমার নিবিড় সঙ্গ পেয়ে।
        ----------