চাইলে তো কেউ অনেক কিছুই পারত,
তবে কি আর এমনি ক'রে হারত !
আঁধার রাতের দুঃখ যত
বক্ষে ব্যথার গভীর ক্ষত
এমন ক'রে তবে কি হায়, বাড়ত !
চোখ মেলে কেউ চাইতে যদি পারত।
চাওয়ার মতো চাইতে যদি পারত
হারাবার এই ভয় ছিলো না আর তো।
সত্যি নিজের যা প্রয়োজন
তার বেশি আর না চাইলে মন
হায় রে সে ধন কে এসে আজ কাড়ত !
আহা রে মন চাইতে যদি পারত।
ভুললে হৃদয় ক্ষুদ্র লোভ আর স্বার্থ
পরম সুখের মিলত হদিস তার তো।
এ যন্ত্রণা, এই বেদনা
বইতে বুকে আর হত না,
তবে কে আর এমন ক'রে মারত।
হৃদয় যদি ভুলত লোভ আর স্বার্থ।
সহজে লাভ হয় কি পরমার্থ !
হয়নি যে শোধ আজও সকল ধার তো।
হল কেবল শুধুই পাওয়া,
লাগল কোথায় মুক্ত হাওয়া?
মুক্তি পেতে জন্ম শত বার তো।
তার পরে নয় মোক্ষ, পরমার্থ।
------------------