বর্ষা মানেই মেঘলা আকাশে
                    গুরু গুরু গর্জন।
বর্ষা মানেই আলোতে ছায়াতে
                    কীরকম করে মন।
বর্ষা মানেই সিক্ত বাতাসে
                    রিক্ত মনের ভার,
বর্ষা মানেই মনে প'ড়ে যেন
                    হারানো স্মৃতিটি কার।
বর্ষার মানে থৈ থৈ জলে
                   পথ ডোবা শুধু নয়,
বর্ষা এলেই এলোমেলো কত
                   স্বপ্নকে মনে হয়।
বর্ষা মানেই কোনো কোনোদিন
                   শুধু আড্ডা ও গান,
বর্ষা মানেই আলসেমি করা,
                   কাজ কামে অবসান।
বর্ষা মানেই ভাবে ভেসে যাওয়া,
                   ব্যস্ততা দেওয়া বাদ,
বর্ষা মানেই গরম খিচুড়ি
                  ভাজা ইলিশের স্বাদ।
হয়তো বাদলে প্রবল প্লাবনে 
                  ভাসে কত বাড়ি ঘর,
ডুবে গিয়ে তবু প্লাবনেই জাগে
                  নতুন ফসলী চর।
বর্ষা মানেই বিরহ মিলনে
                  ভেসে যাওয়া বহু দূর,
বর্ষা এলেই উতলা হৃদয়ে
                  রবি ঠাকুরের সুর।
                   ------------