প্রেমিকাকে আর ডাকে না এখন
        কেউ প্রেয়সী বা প্রিয়ে।
একালে প্রেমের ডায়লগ শুরু 
        হ্যালো ডার্লিং দিয়ে।
লাজে বাঁধো বাঁধো বুলি আধো আধো,
        সলাজ হাসিটি চোখে
হয়তো একালে ভুলেও ভাবে না
         কোনো যুবা, কোনো লোকে। 
নয়নে কাজল, আলতা দুপায়ে
          অঙ্গ শাড়িতে ঢাকা
ওসবে এখন মনে হবে শুধু
         বিবি যেন পটে আঁকা।
হয়ে যেতে হবে অতি আধুনিকা
         একালে প্রেমিকা হতে,
মিনি মিডি প'ড়ে উদ্দাম নাচে
          ভেসে যেতে হবে স্রোতে।
হ্যাঁ গো ওগো ব'লে ইনিয়ে বিনিয়ে
          রাঙা খামে চিঠি লেখা
চলে না একালে সেই রীতি, কলা -
           ওসব বৃথাই শেখা।
ব্যস্ত এ কালে থাকে না তো আর
            কেউ কারো পথ চেয়ে।
কাজও চলে, সাথে চলে প্রেমালাপ
             মুঠো ফোনে কল পেয়ে।
বসনে ভূষনে না সেজে, ও নারী,
             শেখো হ্যালো হাই বলা।
হয়তো বা হবে প্রেম করা সোজা,
               শেখো সেই ছলা কলা।
              -------------