যতই গাঁথো মিল ঝরানো
ছন্দ বাণী মিষ্টি
বলবে না কেউ এখন তাকে
আর তো মহান সৃষ্টি।
মিলগুলি আজ সবার চেনা
চমক নাকি আর মেলে না
তাই তো এখন কেউ দেবে না
ছন্দ গাঁথায় দৃষ্টি।
বৃথাই গাঁথা মিল ঝরানো
ছন্দ বাণী মিষ্টি।
চাই যে সবল গদ্য এবং
চমকে দেওয়া শব্দ।
কবিও বেশ ভাবতে থাকে
পাঠক কেমন জব্দ।
জটিল কঠিন ভাবনা যত
ছড়িয়ে রয় ইতস্তত,
ঝংকার ও মিল আগের মতো
নেই, সে আওয়াজ স্তব্ধ।
ততই এখন কদর কবির
পাঠক যত জব্দ ।
----------