এই নিয়ে জোর দ্বন্দ্ব।
কাব্য তা কি ভাবার, নাকি
নিছকই মিল ছন্দ?
উঠলে ফুটে ভোরের আলো
ফুলকে যেমন দেখায় ভালো,
তেমনি ! না কি চাই জোরালো
জুঁই মহুয়ার গন্ধ।
আজ কবিদের নানান মতের
ঠিক বেঠিকের দ্বন্দ্ব।
পেল জ্ঞানের শিক্ষা যারা
কাব্য পাঠক শুধুই তারা !
না সমাজের মানুষ সারা
নেবেই সে আনন্দ,
কাব্য নিয়ে যায় গড়িয়ে
বিতর্ক প্রচন্ড।
মুচকি হেসে দেখছি শেষে
ভাবনাটা নয় মন্দ।
কাব্য ধারা পেরিয়ে এল
অনেক খানা খন্দ।
পাঁচালী গান, ছন্দ পয়ার
এক সময়ে চল ছিল তার,
রবি কাজি আর সুকুমার
এগিয়ে দিলেন স্কন্ধ।
বলল সবাই যেমনটি পাই
লাগছে না স্বাদ মন্দ।
সে কাল গিয়ে আনল একাল
এলোমেলোর ধন্দ।
বাধ ভাঙা ঢেউ, মানছে না কেউ
কোনোই প্রতিবন্ধ।
কবির দলে যে যার মতো
অত্যাধুনিক লিখছে কত,
পাঠকরা খায় থতমত -
দুয়ার যেন বন্ধ।
সমাধানের চাইতে যে ঢের
এলোমেলোর ধন্দ।
কী করি ভাই, আমিও ছাই
লেখার নেশায় অন্ধ।
চলতে সে পথ, বিরুদ্ধ মত
সত্যি অপছন্দ।
লিখতে হবে এমন লেখা -
বিরাট কিছু না যাক শেখা,
না হোক খুশির আলোক রেখা
তার ভারে নিস্পন্দ।
না হয় না থাক নিয়ম মাফিক
মাত্রা ও মিল ছন্দ।
তৃপ্তিটি থাক, দূর হয়ে যাক
মতের ফারাক দ্বন্দ্ব।
---------------