পাঠক পড়ে মর্জি মাফিক,
অবুঝ সে তো হতেই পারে।
স্বভাব কবি অরুণ রবি,
পারলে সামান্যতেই পারে।
কবিই তার লেখনীতে
ভাবের সুধায় সম্প্রীতিতে
পাঠক হৃদয় ভাসিয়ে দিতে
ছন্দ বাণীর স্রোতেই পারে।
পাঠক চলে মর্জি মাফিক,
অবুঝ সে তো হতেই পারে।
সবাই কি আর বোদ্ধা রসিক !
পাঠক যারা ঘুরছে কাছে।
পাঠ ক'রে রস বুঝবে যে জন
কোথাও সে ঠিক আছেই আছে।
তাই তো লিখে যত্ন ক'রে
মনের মতো কাব্য গ'ড়ে
থাকতে হবে ধৈর্য ধ'রে,
যোগ্য পাঠক হারায় পাছে।
করবে কদর সত্যি কবির
কোথাও সে ঠিক আছেই আছে।
------------------