.    এই গরমে প্রচন্ড হাঁসফাঁসে
     প্রত্যেকে চায়,শীতল ধারায়
            বৃষ্টি কবে আসে।
     ঝরছে দিনে দড়দড়ে ঘাম,
       নেই চোখে ঘুম রাতে।
    এপাশ ওপাশ করতে থাকা
        ভোরের প্রতীক্ষাতে।
    যখনই কেউ বেরোয় কাজে
         যতই থাকুক ছাতা-
   নেই প্রতিরোধ, গনগনে রোদ
          ফাটিয়ে দেয় মাথা।
     এর মাঝেও স্বস্তি দিতে কিছু -
    হয়তো আছে আম তরমুজ লিচু।
কিন্তু সে সব সহজে কি চাইলেই যায় ধরা!
      কিনতে সবাই পারছে কোথায়,
              প্রচন্ড দাম চড়া।
          তাই তো কী আর করে,
   সারাটি দিন সাধারণে কষ্ট ক'রেই মরে।
   তার সাথে এই প্রকৃতিও প্রচন্ড দাবদাহে
        ব্যাকুল হয়ে আকাশ পানে চাহে।
এই গরমের দহন জ্বালা মনেই রেখে চেপে
           সবাই কাতর প্রার্থনাতে-
                আয় বৃষ্টি ঝেঁপে।
                     --------