প্রতিদিনই নতুন নতুন ছন্দ গড়ার মতো
    আছে কি আর কাব্য রসদ অত?
           তাই তো মাঝে মাঝে
         সময় কাটাই আলসেমিতে
             হয়তো বিনা কাজে।
         ব'সে ব'সে ভাবি, শুধুই ভাবি
কেবল নিছক এলোমেলো ভাবনা হাবিজাবি।
          তার ফাঁকেই কখন আমার
              চোখ চ'লে যায় দূরে,
       বেড়ায় যেথায় মেঘ-মালারা ঘুরে।
         কিম্বা যেথায় মৌমাছি যায় ছুটে
ঐ বাগানে আছে যেথায় রঙিন কুসুম ফুটে।
              তখন হঠাৎ ক'রে -
  যেন ভোরের বৃষ্টি হয়ে ছন্দরা যায় ঝ'রে।
              তখন ভাবুক আমি
   গাঁথতে থাকি মুক্ত সম ছন্দ দামী দামী।
        তখন আমি সত্যিকারের কবি,
      যা লিখে যাই বাহারি তার সবই।
পাঠকরাও বলতে থাকে সত্যি দারুণ বটে,
     কিন্তু তেমন এক আধ দিনই ঘটে।
             তাই তো জানি জানি,
মস্ত বড়ো আমিও নই, নয়কো আমার বাণী।
               ----------------