পথে ঘাটে শুধালে কেউ
        কেমন আছেন দাদা -
আলতো হেসে, ভালোই আছি
        বলায় তো নেই বাধা।
কিন্তু সে জন গেলেই স'রে
        মনের কোণে ভাবনা ঘোরে,
থাকব ভালো কেমন ক'রে
         নই কো নবাবজাদা।
লোকজনেরা শুধায় তবু
        কেমন আছেন দাদা।

ভালো থাকা কঠিন যে ভাই
        এই আধুনিক কালে।
চলতে গিয়ে সহজে কি
        তাল রাখা যায় তালে !
এখন নিছক মুখের বোলে
        নিপুণ বা কেউ চোস্ত না হলে
হয় নাজেহাল গন্ডগোল
        পায় না পানি হালে।
ভালো থাকা কঠিন বড়
        এই আধুনিক কালে।

আগে উদার সৎ লোকেরা
        জ্বালত পথে আলো।
ঘুচিয়ে দিত এই সমাজের
        মলিনতার কালো।
কিন্তু এখন সেই নীতিতে
        চায় কি লোকে আমল দিতে !
ঠকবাজেরা যাচ্ছে জিতে,
        থাকছে তারাই ভালো।
কার কাছে আজ ভরসা পাব,
        কোথায় পাব আলো !
            --------------------