. " দিন যাপনের ছন্দ "
দিন আসে, দিন কেটেও যায়,
এইভাবেই চলে।
একে কি আর সত্যিকারের
দিন কাটানো বলে !
এ যেন সেই, কবির কথায়,
চলন ছকে বাঁধা-
রাঁধার পরে খাওয়া এবং
খাওয়ার পরে রাঁধা।
গড়গড়িয়ে জীবন গড়ায়,
কোথায় সে রস পাওয়া !
সেই তো খাওয়া সেই তো শোয়া
সেই তো অফিস যাওয়া।
মানব জনম হায় কি তবে
এমনি কেটে যাবে !
এই যে বাঁচা, কতটা তার
সার্থকতা পাবে?
জীবন নাকি অমূল্য ধন
ভাগ্য ক'রে মেলে,
কী ক'রে দিই পথের যত
শঙ্কা বাধা ঠেলে।
কোন্ সে ভাবের কোন্ জোয়ারে
তরঙ্গদল তুলে
'কক্ষে আমার রুদ্ধ দুয়ার'
সেই কথা যাই ভুলে।
বন্ধ দুয়ার খোলার চাবি
মিলবে কোথা হতে
যাতে ধরায় দিন কেটে যায়
মুক্ত খুশির স্রোতে।
-------------