নেই এ কথায় ধান্দা কোনো অন্য,
বলছি, নিছক কথাই বলার জন্য।
মনের ভিতর লাগল নাড়া,
তাই তো বিশেষ কারণ ছাড়া
করতে হৃদয় প্রীতির ধারায় ধন্য
কই এ কথা, নয় তা আদৌ পণ্য।
নেই এ কথায় ধান্দা কোনো অন্য।
দুচার কথা যা-ই বলি, কেউ ভাববে
সাজিয়ে বুলি বলছে কেন কাব্যে !
অমনি যদি আসলো কাছে
একটা কোনো মতলব আছে,
নয়তো বা এ ফালতু অকর্মণ্য।
দোহাই, শোনো হইনি মতিচ্ছন্ন।
যা-ই বলি, সব সখ্য গড়ার জন্য।
-----------------