আজ সকালে শুনতে পেলাম ডাক,
প্রাণের দ্বারে
দাঁড়িয়ে শুভ পঁচিশে বৈশাখ।
বাণীর সুধায় সুরের ধারায়
জুড়িয়ে দিল প্রাণ,
আজকে সে কোন্ স্বপ্নলোকের গান।
কবি গুরুর উদাত্ত স্বর
দিল যে এই ডাক -
মনের সকল মলিনতা
দৈন্য দূরে যাক।
আজকে যেন সত্যি রবির কর -
বুলিয়ে গেল স্নিগ্ধ কোমল
স্পর্শ প্রাণের পর।
কবি যেন আবার ক'রে
দিলেন ধরা আজ,
পুরনো সেই অঙ্গে রবির
চির নতুন সাজ।
নিত্য দিনের ক্লান্তি বিষাদ
সকল ক'রে দূর
প্রাণের ভিতর উঠছে বেজে
রবির মোহন সুর।
তার কথাটি পড়লে মনে
এই তো বলে মন,
তিনি প্রিয় প্রাণের সখা,
চির আপন জন।
সকল ব্যথায় সকল সুখে
সর্ব কাজে তাই
অজান্তেই সকাল সাঁঝে
সঙ্গে তাকে পাই।
শুভ আবির্ভাবের তিথি -
পেলাম যে তার ডাক।
ধ্বনিত দিক-দিগন্তে আজ
পঁচিশে বৈশাখ।
------------