মন্দ ভালো যা-ই লেখো-না   
         লেখার কলম ধরলে -
সার্থকতা,  অন্তত তা
         একশ জনে পড়লে।
যা হোক কিছু কাব্য লেখা
         নিছক লেখার জন্য
তাইতে কি আর লাভ কিছু হয়
          কেউ কি বলে ধন্য !
লিখেই কিছু নবীন কবির
           হোক-না যতই তৃপ্তি
নেই যে কোনো গৌরব এবং
            নেই তাতে নেই দীপ্তি।
 লিখতে ব'সে ভাবতে হবে,
            থাকতে হবে চেষ্টা
লিখলে কেমন ফুটবে সুবাস
             মিটবে সবার তেষ্টা।
কাব্য সে তো বিশেষ কলা
            নয় তা নিছক মস্তি।
হয় না সেটা মর্জি মাফিক
            নয় তা জবরদস্তি।
চাই সচেতন মনের সাথে
            সূক্ষ্ম ভাবের মুক্তি
তাই না হলে ব্যর্থ প্রয়াস
            যতই করো যুক্তি।
             ----------------