মিষ্টি সকাল বলছে ডেকে, এবার জেগে ওঠো।
এই তো সময়, পাপড়ি মেলে ফুলের মতো ফোটো।
আমি তোমায় ছড়িয়ে দিলাম নতুন দিনের আলো,
ঘুচিয়ে দিলাম বন্ধু তোমার চলার পথের কালো।

দুপুর এসে বলছে তুমি দীপ্ত হয়ে জ্বলো,
আপন কথা তেজের সাথে দৃপ্ত স্বরে বলো।
তুচ্ছ ক'রে পথের বাধা উচ্চে তুলে মাথা
ওঠো তুমি ঝলমলিয়ে, হও-না উদার, দাতা।

বিকেল হেসে নম্র স্বরে বলছে পথিক শোনো,
কোথাও কিছু, তাকাও, বাকি রইল কিনা কোনো।
হিসেব নিকেশ যেথায় যত নাও বুঝে এই বেলা।
ক্ষনিক বাদেই সাঙ্গ হবে এই হাসি এই খেলা।

দিনের শেষে সন্ধ্যা এসে ক্লান্ত স্বরে ডাকে,
পশ্চিমের ঐ আকাশ জুড়ে উদাস ছবি আঁকে।
হয়তো বলে, পথিক এবার শেষ ক'রে দাও চলা,
এখনো আর কিসের বাঁধন, আর কী কথা বলা?

ভাবতে ভাবতে হঠাৎ কখন দিন ফুরিয়ে আসে,
রাত্রি এসে সামনে দাঁড়ায়, স্তব্ধ আঁধার ভাসে।
দু চোখ বুজে তখন থাকা শান্ত প্রতীক্ষাতে
শান্তি, গভীর শান্তি পেতে তারায় ভরা রাতে।
                 --------------------