তোমার চোখে চোখ না রেখে কোথায় নজর করি !
মর্ত্য লোকে এই দু চোখে তুমি-ই সুন্দরী।
আছে আরো হাজার মেয়ে
আমলা উজির রাজার মেয়ে,
কিন্তু আমি তোমায় পেয়ে স্বপ্ন মহল গড়ি।
মর্ত্য লোকে এই দু চোখে তুমি-ই সুন্দরী।
অনেক মেয়ের চোখ ধাঁধানো চলা এবং বলা,
তাদের চোখে থাকতে পারে নানান ছলাকলা।
তাদের চমক দমক নিয়ে
দূরেই তারা থাক-না প্রিয়ে,
আমি তোমার স্পর্শ দিয়ে এই তনু মন ভরি।
মর্ত্য লোকে এই দু চোখে তুমি-ই সুন্দরী।
----------------------