রকমারি মানুষ জনের 
          বাতিক রকম রকম।
কারুর বাতিক সব ব্যাপারে
          করতে বকম বকম।
কারুর বাতিক খাবার পরেই
          একখানা পান খাওয়া,
স্নান ঘরেতে যেই ঢোকে কেউ
          অমনিই গান গাওয়া।
কারুর বাতিক যখন তখন
          দাঁত দিয়ে নখ কাটা,
কেউ বা কাজে বসলে পরেই
          দোলায় তালে পা-টা।
বিদঘুটে সব বাতিকগুলি
          সময় সুযোগ বুঝে
নেশার মতো ভর করে যে
          মানুষ খুঁজে খুঁজে।
ঠিক যেমন এই আমার বাতিক
          ছন্দ নিয়ে খেলা,
সেই বাতিকের ঠেলায় যে হায়
         গড়ায় কাজের বেলা।
                  -------------