বৈশাখে ছোটে কালবৈশাখী
          উড়াতে শুকনো পাতা।
বৈশাখ মানে মহা হাঁকাহাঁকি,
          নতুনের মালা গাঁথা।
বৈশাখ মানে চৈত্র শেষের
          উদাসী উতলা হাওয়া।
বৈশাখ মানে চির নতুনের
          ঠিকানাকে খুঁজে পাওয়া।
বৈশাখ মানে সুরে সুরে গানে
          নতুনের বন্দনা।
বৈশাখ মানে নতুনের টানে
          সাগ্রহে কাল গোণা।
বৈশাখে হোক গরম যতই
           তবু ভালো লাগে ভারি,
দেখে সুবিশাল গাছে গাছে ঐ
          কাঁঠাল ও আমের সারি।
বৈশাখ মানে এ জীবন হতে
          পুরনো বিদায় নেওয়া।
বৈশাখে নব সৃষ্টির স্রোতে
          আপনাকে সঁ'পে দেওয়া।
                  ------------------