আমার এই
        বাউল সাজাতেই আনন্দ,
নিশি দিন গান গেঁথে যাই,
        সঙ্গে মধুর এ ছন্দ।
সুবাতাস প্রাণ দুলিয়ে
        বয়ে যায় সুর শুনিয়ে
মনে হয় হৃদ-গগনে
        আমার চিরবসন্ত।
আমার এই
        বাউল সাজাতেই আনন্দ।

যত কাজ করি আমি
        পথেই আমার নেশা,
মন আমার আপন মনে
        হয়ে যায় নিরুদ্দেশা।
পেলে তাই একটু ছাড়া
        হয়ে যাই পাগল পারা
ছুটে যাই পথে পথে
        পেয়ে দূরের সুগন্ধ।
আমার এই
        বাউল সাজাতেই আনন্দ।
                -------------