(  যার শুরু অজিতেশে কোনো শুভ ক্ষণে
    তারই ছোঁয়া ওরে ভাই, লেগছে এ মনে।
আশা করি সহজেই ধরা পড়বে, ঝ'রে
পড়ছে রবি ঠাকুরের কোন্ গানের সুর।)

এই বুঝেছি আমি গো ভাই
            এই বুঝেছি আমি।
ভালোবাসার চেয়ে যে ধন
            হয় না কিছুই দামী।
প্রেমের ছোঁয়া লাগলে মনে
            সৌরভে তার হৃদ-গগনে
পরম সুখের দীপ্তি ফোটে
            নিত্য দিবা যামি।
ভালোবাসর চেয়ে যে ধন
            হয় না কিছুই দামী।

যখন আনে দুঃখ আঘাত
            হৃদয়ে ক্রন্দন
কলুষ বিহীন ভালোবাসায়
            প্রশান্ত হয় মন।
হায় রে সে প্রেম কজন খোঁজে !
          মহিমা তার কজন বোঝে
সবাই মহৎ প্রেমের পথে
            হয় কি অনুগামী !
ভালোবাসার চেয়ে যে ধন
           নেই গো কিছুই দামী।
                ----------------