(যে বন্ধুদের চোখে পড়েনি
তাদের প'ড়ে দেখার জন্য)

বিশিষ্ট কেউ হইনি তেমন
       ধনে বা নাম যশে,
তাই তো বিশেষ কেউ ডাকে না,
       খোঁজ রাখে না দশে।
নই কো বড় অভিনেতা
        কিম্বা নেতার দলে,
নিছক বাঁধা গতের ছকেই
         জীবন বয়ে চলে।
আমার আপন দুঃখ সুখের
          আছে তো এক বাসা।
গন্ডি ঘেরা সেথায় নিজের
          স্বপ্ন ভালোবাসা।
কিন্তু দেখার  চোখটি আমার
          নয় কো  বাঁধন দেয়া,
দেয় যে পাড়ি চতুর্দিকে
           আমার ভাবের খেয়া।
তখন  দেখে এ সংসারের
           স্বার্থ লোভের ছবি
হয়ে ওঠে মনটি যেন
          তির বেঁধা এক কবি।
ভাবি কেন হইনি তেমন
          হায় আমি কেউকেটা !
কোন্‌টা বেঠিক, কোন্‌টা বা ঠিক
          দেখিয়ে দিতাম সেটা।
             -------------------