ভাবের তরণী বেয়ে
যে কথা ফোটাতে চেয়ে
ছন্দ বাণীতে
গহনে নিভৃতে
কবি মন যায় ধেয়ে
বোঝে কি সকলে তাকে !
কজনে বা মনে রাখে -
কলকোলাহলে
একা বয়ে চলে
কবি কোন্ বেদনাকে।
শিশুকে জন্ম দিতে
মাকে হয় ব্যথা নিতে।
কবি মনও কত
হয় বিক্ষত
কবিতার সৃষ্টিতে।
এত কী লেখার ঠেকা !
চায় কবি কার দেখা ?
লোক চারিপাশে
কত যায় আসে
তবু যেন কবি একা।
-----------