ময়লা কি আর বাইরে থাকে
ময়লা থাকে মনে।
গঙ্গা জলে স্নান করেও
পবিত্র কয়জনে !
থাকলে মনে ময়লা কালি
অঙ্গে বারি যতই ঢালি
জমবেই সেই ধুলো বালি
আবার ক্ষণে ক্ষণে।
ময়লা কি আর বাইরে থাকে
ময়লা সে তো মনে।
ভক্তি ধারায় শক্ত হাতে
মন মাঝি হাল ধরো,
সাধন বলে নয়ন জলে
মনটাকে সাফ করো।
মিলবে প্রসাদ, ভরবে ক্ষত,
চরণে তার অহং যত
ভক্তি ভরে দীনের মত
নীরব সমর্পনে।
ময়লা কি আর বাইরে থাকে
ময়লা থাকে মনে।
-----------------