এসেছে আসরে নতুন কবিরা
            ঝাঁকে ঝাঁকে, দলে দলে,
এখন তারাই অভিনব ঢঙে
            নিজেদের কথা বলে।
কবিতার ভিড়ে যাবেই হারিয়ে
            আগের কবিতাগুলি,
তত ভালো আর লাগবে না কানে
            হয়তো পুরনো বুলি।
আদি সে কবিরা কেউ কেউ লিখে
             ক্লান্তও হয়ে এলো।
কারুর কবিতা লাগতেও পারে
            কিছুটা সেকেলে, খেলো।
কত কাল ধ'রে আর লেখা যায়
            ভাবনাকে নব নব !
থাকলেও ভাব সময়ের স্রোতে
            সকলে পুরনো হব।
তাই তো ক্রমেই পথ ছেড়ে দেওয়া
            হয়তো বা ভালো হবে,
আপাততভাবে শেষের কবিতা
            কোন্ ঢঙে গাঁথি তবে !
                  --------------