একজনই আছে যে আমায় বকে,
যে আমাকে রাখে শাসনে।
একজনই তবু আমাকেই রাখে
বসিয়ে হৃদয় আসনে।
ভুল ক'রে কোনো ভুল যদি করি
সঠিক সময়ে তার চোখে পড়ি,
কষ্টে প্রলেপ পাই আমি তারই
সহৃদয় মৃদু ভাষণে।
একজনই আছে যে আমায় রাখে
প্রশ্রয় ভরা শাসনে।
আমার মনের মল্লিকা ফুলে
ডালি ভ'রে তাকে দিয়েছি।
তার প্রসারিত আশ্রয় শাখা,
সেই নীড়ে ঠাঁই নিয়েছি।
আমার কখন কিসে অসুবিধা
কেন সংকোচ, কিসে জাগে দ্বিধা,
তার মতো ক'রে কেউ বোঝে কি তা !
তারই প্রেমে ভেসে গিয়েছি।
আমার মনের মল্লিকা ফুলে
ডালি ভ'রে তাকে দিয়েছি।
----------------------