কবিরা হয় আপনভোলা
          বাঁধন খোলা খামখেয়ালি,
প্রবল ভাবের তরঙ্গে চায়
         ফেলতে ভেঙ্গে চার দেয়ালই।
সাবেক নিয়ম শৃঙ্খলাতে
         রাখলে তাকে বন্দী ক'রে
পারেই না সে থাকতে সুখে
         সমঝোতা বা সন্ধি ক'রে।
কবিরা তো শিশুর মতো,
         এই কাঁদে এই হাসতে থাকে,
বিশেষ কোনো কারণ ছাড়াই
         কাউকে ভালোবাসতে থাকে।  
নাম যশে নয় লোলুপ কবি,
         ছন্দ-রসের ভক্ত ভারি।
কুসুম-কোমল সেই হৃদয়ই
         কী ক'রে হয় শক্ত ভারি।
চাইলে কবির সামনে এসে
         করতে কিছু গায়ের জোরে
কবি তখন মস্ত জেদি
         অটল দুটি পায়ের জোরে।
কবি-ই বাধ ভাঙতে পারে,
         চাইলে পারে গড়তে কিছু।
লেখার জাদুর ছোঁয়ায় পারে
         সৃষ্টি নতুন করতে কিছু।
            ------------------------